সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শ্রীপুর পৌর শহরে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া মিছিলটি শ্রীপুর রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
বরমী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা লুৎফর রহমানের উদ্যোগে আয়োজিত এ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মণ্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি মুজাহিদ হোসেন, উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপির সংশোধিত কমিটিতে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর অন্তর্ভুক্তির জন্য শ্রীপুর বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।