গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্রীপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, আব্দুল মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান টিটু, কেন্দ্রীয় কৃষক দল নেতা হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেউদ্দিন মৃধা, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন অনতি বিলম্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দিতে হবে। অতীতের মত পকেট কমিটির গঠন করার কোন পায়তারা করলে শ্রীপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা বিএনপির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয় সভা থেকে। মিছিল ও সমাবেশে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।