গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের আঙিনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনার প্রেক্ষিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম আয়োজিত হয়।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে বিএনপির নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পটি উদ্বোধন করেন আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ। মেডিকেল ক্যাম্পে ঢাকার ০৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করেন।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি এসএস মাহফুল হাসান হান্নান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এনামুল হক মনি, যুগ্ম সম্পাদক এড. মামুনুর রশিদ, প্রচার-প্রকাশনা সম্পাদক বদিউল আলম সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রানা রায়হানসহ অন্যান্য প্রতিনিধিরা।
আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফর রহমান আকন্দ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনার প্রেক্ষিতে মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছি। পর্যায়ক্রমে শ্রীপুরের সকল এলাকায় এসব ক্যাম্প পরিচালনা করা হবে।” আমাদের উদ্দেশ্য সমাজের অবহেলিত মানুষ যেন চিকিৎসা সেবা পায়।