গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক ও ফুটপাত থেকে চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীপুর পৌর ও উপজেলা ছাত্রদল নেতারা।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলটি শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পদক্ষিণ করে। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের দোসর জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ফাহিম খন্দকার, তার ভাই নাঈম খন্দকার ও তার বাবা আওয়ামীলীগ নেতা লেবু খন্দকারের নির্দেশে সড়ক ও জনপথের জায়গা, মহাসড়ক ও ফুটপাতের উপর বাজার বসিয়ে যুবলীগ নেতা কাইয়ুম সরকারকে দিয়ে দৈনিক হারে সর্বোচ্চ ২হাজার টাকা করে চাঁদা সংগ্রহ করে আসছে। চাঁদাবাজি ছাত্রলীগ ও যুবলীগ করলেও বদনাম হচ্ছে। সরকার ও বিএনপি’র সহ অঙ্গসহযোগী সংগঠনের। মহাসড়কের পাশ থেকে দ্রুত সময়ের মধ্যে বাজার উচ্ছেদ করে রমজানে সাধারণ মানুষকে চলাচলের সুবিধা করে দেয়াসহ চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এসএম আব্দুল্লাহ্ আজাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান আরিফ, বরমী ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিক আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।