গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. ওমর ফারুক সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (২০মে ) দুপুরে শ্রীপুরের একটি অফিসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আমাকে বিদ্যালয়ে অনুপস্থিত দেখিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, আমি সরকারি চাকরি বিধি অনুযায়ী শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে আছি।”
তিনি আরও অভিযোগ করেন, “ছুটি গ্রহণকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে আমি ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। কেউ কেউ ব্যক্তিগত আক্রোশে এসব করছে। এটি একজন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন এবং মানহানিকর।”
সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানান।