সব
facebook raytahost.com
ঢাকায় ৪ মাসে ১৩৬ খুন, প্রকাশ্যে হত্যা-ছিনতাই চলছেই | আজকের বাণী

ঢাকায় ৪ মাসে ১৩৬ খুন, প্রকাশ্যে হত্যা-ছিনতাই চলছেই

ঢাকায় ৪ মাসে ১৩৬ খুন, প্রকাশ্যে হত্যা-ছিনতাই চলছেই

রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন গুদারাঘাট এলাকার একটি দোকানের সামনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। হঠাৎ মাস্ক পরা দুই যুবক এসে প্রকাশ্যে একের পর এক গুলি করে হত্যা করে তাকে। পরে একাধিক ফাঁকা গুলি করে চলে যায় দুর্বৃত্তরা।

এ হত্যাকাণ্ডের একটি সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। একইদিন রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা এক তরুণের ব্যাগ ছিনিয়ে নেয়- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আবদুল্লাহ।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে তার কাছ থেকে ২১ লাখ ৭০ হাজার টাকা, তিন হাজার ৫শ ইউএস ডলার ও ১১শ সৌদি রিয়াল ছিনিয়ে নিয়ে যায়।

ওপরের তিনটি ঘটনাই ঘটেছে গত ১০ দিনের মধ্যে। শুধু বাড্ডা, মগবাজার কিংবা মিরপুরের ঘটনাই নয়, দেশজুড়েই বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। প্রকাশ্যে খুন, ডাকাতি, ছিনতাই, সশস্ত্র মহড়াসহ নানা অপরাধ কর্মকাণ্ড ঘটছে। মানুষকে জিম্মি করে, অস্ত্র ঠেকিয়ে, গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা ও আতংক।

এর আগে গত ১৯ মে রাতে ঢাকার সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকায় শহীদ ইয়ামিন চত্বরের সামনে প্রকাশ্যে গুলি করে শাহীন (৩০) নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১৮ মে রাতে রাজধানীর নিউমার্কেট থানাধীন সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যে কোপানোর দুই মিনিট ছয় সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত কয়েক দিনে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যেভাবে চলছে তা অব্যাহত থাকলে সামনের পরিস্থিতি আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। তারা জানান, বেশকিছু কারণে আশঙ্কা বাড়ছে। পুনর্গঠিত জেলা ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটিতে পুলিশকে অবমূল্যায়ন, মব ভায়োলেন্স, পুলিশকে ভয় না পাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতায় অপরাধের মাত্রা বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানীতে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসী ও দীর্ঘদিন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা তৎপরতা বাড়িয়ে দেওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করা এসব সন্ত্রসীরা তাদের সহযোগীদের দিয়ে একের পর এক অপরাধ সংগঠিত করছে। কোনো কোনো ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে। আবার আধিপত্য বিস্তার কেন্দ্র করে জড়াচ্ছে খুনোখুনিতেও।

এমন পরিস্থিতিতে অপরাধ বিশ্লেষকরা মনে করেন, ৫ আগস্টের পরে শীর্ষ সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের ছেড়ে দেওয়ার কারণে অন্য অপরাধীরাও উৎসাহিত হয়। তারাই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, খুন ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে অপরাধে জড়াচ্ছে। এসব অপরাধীদের বিষয়ে পুলিশের কোনো নজরদারি নেই। কারণ পুলিশকে বহুমুখী কাজে যুক্ত করা হচ্ছে। প্রতিদিন আন্দোলন-সংগ্রাম, আসামি গ্রেফতার ও মামলা তদন্ত রয়েছে পুলিশের।

চার মাসে শুধু ঢাকায় ১৩৬ খুন

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত এপ্রিলে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৬ হাজার ৩৬৮টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩৩৬টি। এছাড়া ডাকাতির ৪৬, দস্যুতার ১৪৯, অপহরণের ৮৮টি ও ৭১৫টি চুরির মামলা। মার্চ মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৬ হাজার ২৪০টি মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে সারা দেশে মামলা হয়েছে ১৩ হাজার দুটি। এর মধ্যে হত্যা মামলা ৩০০টি। এছাড়া ডাকাতির ৭৪, দস্যুতার ১৫৩, অপহরণের ৭৮ ও ৬৭৩টি চুরির মামলা। জানুয়ারি মাসে সারা দেশে বিভিন্ন অপরাধে ১৪ হাজার ৫৭২টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ২৯৪টি। এছাড়া ডাকাতির ৭১, দস্যুতার ১৭১, অপহরণের ১০৫, ৭৯৭টি চুরির মামলা। এছাড়া গত ২৪ দিনে সারা দেশে ২৩ জন পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

২০২৪ সালের প্রথম চার মাসে ঢাকায় খুন হন ৪৭ জন, ২০২৩ সালে ৫১, ২০২২ সালে ৫৪ ও ২০২১ সালের প্রথম চার মাসে ঢাকায় খুন হন ৫৫ জন।

জানা যায়, দেশের অন্য স্থানের তুলনায় রাজধানীতে অপরাধের মাত্রা বেশি। ডিএমপির ৫০টি থানায় বিভিন্ন অপরাধে গত জানুয়ারিতে এক হাজার ৭৯১টি, ফেব্রুয়ারিতে এক হাজার ৫৬৬, মার্চে ১৭শ ৫৪ ও এপ্রিলে ১৫শ ৪৭টি মামলা রুজু হয়েছে। সূত্র বলছে, প্রায় প্রতিদিনই রাজধানীতে কোনো না কোনো চাঞ্চল্যকর অপরাধের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
ঢাকায় ৪ মাসে ১৩৬ খুন, প্রকাশ্যে হত্যা-ছিনতাই চলছেই

ঢাকায় ৪ মাসে ১৩৬ খুন, প্রকাশ্যে হত্যা-ছিনতাই চলছেই

দারুস সালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

দারুস সালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

শ্রীপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খালাসের রায়ে কারা হাসপাতালে মিষ্টিমুখ করলেন এটিএম আজহার

খালাসের রায়ে কারা হাসপাতালে মিষ্টিমুখ করলেন এটিএম আজহার

বিএনপি হতাশ: খন্দকার মোশাররফ

বিএনপি হতাশ: খন্দকার মোশাররফ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।